Home / জাতীয় / ‘শোকগ্রস্ত বাংলাদেশে কোনো কিছুই আগের মতো থাকবে না’
শোকগ্রস্ত বাংলাদেশে কোনো কিছুই আগের মতো থাকবে না
কল্যাণপুরে হামলার ফাইল ছবি

‘শোকগ্রস্ত বাংলাদেশে কোনো কিছুই আগের মতো থাকবে না’

ঢাকায় সন্ত্রাসী হামলায় শোকগ্রস্ত বাংলাদেশেও কোনো কিছুই আর আগের মতো থাকবে না যেমন ভাবে নাইন ইলেভেনের ভয়াবহ হামলার পর পরিবর্তন হয়ে গিয়েছিলো মার্কিন মননে।

যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সংবাদ পোর্টাল ইউএসনিউজে শুক্রবার প্রকাশিত একটি নিবন্ধে এ মত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

মাহমুদ আলী বলেন, দেশের ভেতরেই বেড়ে উঠা সন্ত্রাসী হামলার ঘটনার পর ধর্মনিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক, সহনশীল রাষ্ট্রের লালিত স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশিদের প্রতিজ্ঞা আরও সুদৃঢ় হয়েছে।

এ প্রসঙ্গে ১৯৭৫ সালের এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে বেড়ে উঠা সন্ত্রাসের সঙ্গে বাংলাদেশ খুব ভালভাবেই পরিচিত। কারণ, জন্মের মাত্র চার বছর পরই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়েছে।

আর ৪১ বছর পর যখন তার কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, তখন হলি আর্টিজানের ঘটনার হতাহতদের মা-বাবার প্রতি তার মতো সমবেদনা খুবই কম মানুষই দেখাতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

একইসঙ্গে গৃহজাত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তার চেয়ে কেউ বেশি সক্ষম বা দৃঢ়প্রতিজ্ঞ নেই, পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন।

গত ১ জুলাই গুলশানের কূটনৈতিক এলাকাবেষ্টিত ওই ক্যাফেতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যার পর কমান্ডো অভিযানে ছয়জন নিহত হন।

বিশ্বজুড়ে আলোচিত এই হামলার পর মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএসের নামে দায় স্বীকারের বার্তা ও হামলাকারীদের ছবি ইন্টারনেটে এলেও সরকার বরাবরই বলছে, তারা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য।

পররাষ্ট্রমন্ত্রী তার পুরো লেখায় ঢাকায় এই হামলা ও বিশ্বের আরও কয়েকটি শহরে হামলার বৈশিষ্ট্যের উপর আলোকপাত করেছেন (উৎস- কালেরকণ্ঠ)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ পিএম, ৬ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply