জাতীয়

শেষ সাক্ষাতের অপেক্ষায় কামারুজ্জামানের পরিবার

২০১৫ এপ্রিল ১১ ১২:৩৯:২৪

স্টাফ করসপন্ডেন্ট :

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শেষ সাক্ষাতের জন্য এখনো ডাক পায়নি তার পরিবার।

কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী শনিবার বেলা সাড়ে ১১টায় বলেন, ‘এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষ আমাদের সাক্ষাতের জন্য ডাকেনি। তবে আমরা শেষবারের মতো তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই।’

তিনি বলেন, ‘তার সঙ্গে (কামারুজ্জামান) আমাদের শেষ সাক্ষাতের সুযোগ না দিয়ে ফাঁসি কার্যকর করা হলে তা হবে অন্যায় ও অসাংবিধানিক। কারণ গত বুধবার যখন বাবার সঙ্গে দেখা করি তখন জেল কর্তৃপক্ষ বলেছিল, এটাই শেষ সাক্ষাৎ নয়। পরে সুযোগ পাবেন।’

হাসান ইকবাল ওয়ামী আরও বলেন, ‘শেষ সাক্ষাতের সময় কোলাকুলি করার সুযোগ থাকে, কাছাকাছি দাঁড়িয়ে কথা বলার সুযোগ থাকে। বুধবার আমাদের তেমনটি করতে দেওয়া হয়নি। বেশ দূরে থেকে আমরা কথা বলেছি। সরাসরি সাক্ষাৎ হয়নি।’

কামারুজ্জামানের দুটি ইচ্ছা ছিল- ‘ফাঁসি যেন শুক্রবার কার্যকর করা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকরের পর যেন তাকে গোসল না দিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।’ কারা সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রচার করা হয়।

এ প্রসঙ্গে কামারুজ্জামানের বড় ছেলে বলেন, ‘এ সব আমাদের জানা নেই। তিনি আমাদের কাছে এ ধরনের কথা বলেননি। আমাদের তিনি শুধু একটি ইচ্ছার কথা বলেছিলেন, মৃত্যুর পরে যেন তার লাশ নিজ প্রতিষ্ঠিত শেরপুরের এতিমখানার পাশে দাফন করা হয়।’

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

Share