Home / জাতীয় / বিকেল ৩ টায় নায়ক রাজের জানাযা : শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদন
জানাযা বিকেল ৩ টায় : শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদন

বিকেল ৩ টায় নায়ক রাজের জানাযা : শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদন

বাংলা চলচ্চিত্রের চার যুগের রাজা নায়করাজ রাজ্জাক চলে গেছেন না ফেরার দেশে। সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তিকাল করেন।

নায়করাজের পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় চিরদিনের কর্মস্থল এফডিসিতে নেয়া হবে তার মরদেহ। এরপর দুপুর ১২টার দিকে নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হার্ট অ্যাটাক হওয়া অবস্থায় নায়করাজ রাজ্জাককে হাসপাতালে আনা হয়। ৬টা ১৩ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সংক্ষিপ্ত জীবনীতে জানা যায়, রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের (বর্তমান ভারতের) কলকাতার টালিগঞ্জে। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় স্বরসতি পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়করাজের অভিনয়ে সম্পৃক্ততা।

তিনি ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সাথে সহকারি পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। সালাউদ্দিন প্রোডাকশন্সের তেরো নাম্বার ফেকু ওস্তাগড় লেন চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক।

পরবর্তীতে কার বউ, ডাক বাবু, আখেরী স্টেশন-সহ আরও বেশ ‘টি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করে ফেলেন। পরে বেহুলা চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন সদর্পে। তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র।

তার দুই পুত্র বাপ্পারাজ ও সম্রাটও চলচ্চিত্র অভিনয়ের সঙ্গে জড়িত।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ২ : ০ এএম, ২২ আগস্ট ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply