দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণের একেবারে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
তবে কি কারণে স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার নির্ধারিত সময়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণ সম্ভব না হওয়ায় এদিন আর উৎক্ষেপণ করা হচ্ছে না। এর বদলে শুক্রবার ফ্লোরিডার স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা ১৪ মিনিট থেকে ৬টা ২১ মিনিটের (বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা ১৪ মিনিট থেকে রাত ৪টা ২১ মিনিট) মধ্যবর্তী যে কোনো সময়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।
(সমকাল অনলাইন)