চাঁদপুর শহরের শেরে বাংলা হলের পুকুরে পড়ে স্কুল ছাত্র অর্নবের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।
১৬ আগস্ট রোববার বিষ্ণুদী রোডস্থ শেরে বাংলা হলের পুকুরে ডুবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহত মোঃ এস এম শাহারিয়ার অর্নব (১০) শহরের মিশন স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র।
নিহত অর্নবের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, অর্নব সকাল সাড়ে ১১ টার দিকে বাসা থেকে বের হয়ে যায়।দুপুরে বাসায় না ফেরায় তারা বিভিন্ন দিকে খোজ খবর নেয়।রবিবার বিকাল ৪ টার দিকে তার বাবা এরিস্টো ফার্মার সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মোঃ শফিক জানায় বিকালে পুকুর ঘাটে তার পরিহিত টি -শার্ট আর জুতা দেখতে পায়।
পরে সন্দেহ জনক ভাবে চাঁদপুর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করলে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের উদ্ধার কারীদলের নেতৃত্বে ছিলো চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী-পরিচালক মোঃ ফরিদ উদ্দিন। নিহত অর্নবকে উদ্বার করে ডুবুরি মোঃ নুরুল ইসলাম ও আমিনুর রহমান।
উল্লেখ্য নিহত এস এম শাহারিয়ার অর্নবের পরিবারের সদস্যরা বিষ্ণুদী রোডের রতন মিজির বাসায় ভাড়া থাকতেন।
করেসপন্ডেট,১৭ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur