শেখ হাসিানার মূলমন্ত্র হলো মানুষের সেবা করা: মায়া

সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী,বাংলাদেশ আ’লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মোফাজ্জল হোসেন মায়া বীর বিক্রম বলেছেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূলমন্ত্র হলো মানুষের সেবা করা। শেখ হাসিনার জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সারাবিশ্ব এখন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান করে। আমরা এখন আর কারো কাছে মাথানত করার জাতি নয়।’

২৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলা মায়া চৌধুরীর বাসভন মোহনপুর আলী ভিলা মিলনায়তনে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মিলাদ, দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবকলণীগের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী বলেন, ‘স্বেচ্ছাসেবকলীগ সংগঠন অত্যান্ত শক্তিশালী সংগঠন। তারা বিগত বছরে বহু নির্যাতনের শিকার হয়েছেন। হামলা-মামলা দিয়ে তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে। তোমরা জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশ লালন করে শেখ হাসিনার নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করো। কারও সাথে ঝগরা-বিবাধের প্রয়োজন নেই। তোমরা আদর্শ ঠিক রেখে চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবে। আমি সবসময়ই তোমাদের পাশে আছি। মানুষের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে। নিজেরা সবসময়ই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারাই দেশের শত্রু, মানুষের শত্রু তাদের প্রতিহত করতে হবে।’

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আ’লীগের আহবায়ক কমিটি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার।

মতলব উত্তর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবরুর সভাপতিত্বে ও ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান ও ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন মুরাদ,ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী, মাহনপুর ইউনিয়ন আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হাফিজল তপাদার,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, ছাত্রলীগ নেতা রহমত উল্লাহ লিখন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা সুমন বেপারী, সাদুল্যাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার ঢালী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় অংশ গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

Share