শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব বলেই দেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক দুই বারের সফল মন্ত্রী স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, চাঁদপুর -২ নির্বাচনী আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্কুল-কলেজগুলোতে বহুতল ভবন, ডিজিটাল ল্যাব, শিক্ষার্থীদের হাতে ট্যাবসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (০৭ নভেম্বর)) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর তার নিজ গ্রামের বাড়ি আলী ভিলা মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড.আল আমিন উজ্জল ও মতলব উত্তর উপজেলার অলিপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ বারের মতো নির্বাচিত সভাপতি মোঃ রিয়াজুল হাসান রিয়াজ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ওং শিক্ষকদের এবং উত্তর দক্ষিণ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মায়া চৌধুরী এ কথা বলেন।
মায়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আগে আমরা অনেক সরকারকে ক্ষমতায় দেখেছি। তাদের তো দেখলাম না শিক্ষাক্ষেত্রে কোনো অবদান রাখতে। শেখ হাসিনার সরকার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থীদের বৃদ্ধি প্রদান, বিনামূল্যে বই বিতরণসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছে।’ আমি দু’বার এমপি ও মন্ত্রী থাকাকালীন সময়ে মতলব উত্তর-দক্ষিণ উপজেলায় দু’টি হাইস্কুল,দু’টি কলেজকে সরকারি করণসহ অসংখ্য স্কুল কলেজ ভবনসহ অবকাঠামো উন্নয়ন করেছি। যার সুফল এখন শিক্ষক,ছাত্র-ছাত্রীরা ভোগ করছেন।
এ সময় মতলব উত্তর উপজেলার অলিপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ বারের মতো নির্বাচিত সভাপতি ও আওয়ামী যুবরীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ রিয়াজুল হাসান রিয়াজ ও মতলব দক্ষিণ উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড.আল আমিন উজ্জলকে অভিনন্দন জানিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীল বিক্রম তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আধুনিকায়ন ভবন নির্মাণ করতেছেন। সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিয়েছেন। এছাড়াও শিক্ষার্থীদের আদর্শ মানুষরুপে গড়ে উঠতে দৃঢ় মনেবলের অধিকারী হয়ে ঊঠতে হবে। নৈতিক শিক্ষা দিতে পারে এমন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী এ দু’টি উচ্চ বিদ্যালয়ের সুনাম রয়েছে। এ সময় ভবিষ্যতের আলোকিত মানুষ তৈরীতে এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মায়া চৌধুরী আরও বলেন,দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সতর্ক পাহারায় থাকতে হবে।“নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকবো। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত না। আমরা ভয় পাই না।” বিএনপি এখন অবরোধের ডাক দিয়ে গর্তে ঢুকে গেছে। জনগণ তাদের এই অবরোধ প্রত্যাখান করেছেন।
এসময় উপস্থিথ ছিলেন,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার,মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী,মতলব উত্তর উপজেলার অলিপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ বারের মতো নির্বাচিত সভাপতি মোঃ রিয়াজুল হাসান রিয়াজ, মতলব দক্ষিণ উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড.আল আমিন উজ্জল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি বাবু রাদেশ্যাম সাহা, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধান ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান,জহিরাবাদ ইউপির চেয়ারম্যান সেলিম গাজী, বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া,ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার,দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক চাঁন মিয়া বেপারী, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড.সেলিম মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল জমাদার, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা, মতলব রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল দেওয়ান,ছেংগারচর পৌর কৃষকলীগের সভাপতি আঃ কাদের প্রধান, মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা আমির হোসেন কালু, ইউপি সদস্য আলমগীর কবিরাজ,মতলব উত্তর উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি নাউমুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম রনি, দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াজ,উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, রুবেল মিয়া বাবু, মোঃ খোরশেদ আলম,সাদুল্যাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী, সাধারণ সম্পাদক আরিফুল হক খোকা, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, পৌর যুবলীগ নেতা ইসমাইল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম অপু,মোঃ ছেংগারচর পৌর মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ হোসেন জনি সরকার,বাদুল ঢালী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শাহজালাল খান, ১ নাম্বার ওয়ার্ড শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেম দেওয়ান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার,উপজেলা ছাত্রলীগের ১ নাম্বার সদস্য সদরুল আমিন,সদস্য জোবায়ের আহম্মেদ জনি, শ্রমিকলীগ নেতা সোহেল রানা, মানিক বেপারী, পৌর ছাত্রলীগ নেতা আরমান কাজী,মাইনউদ্দিন বকাউলসহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ৭ নভেম্বর ২০২৩