শেখ হাসিনা সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক ত্রান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন,আওয়ামী লীগ কোনো সংঘাত চায় না। ষড়যন্ত্র করলে বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে। আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে ইনশাআল্লাহ। যারা দেশের সংবিধান মানেনা, তারা দেশ বিরোধী।
দেশ বিরোধীরাই নির্বাচনকে সামনে রেখে দেশে আগুন সন্ত্রাসের চেষ্টা করছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা আবারো দেশের প্রধানমন্ত্রী করতে হবে তাই সবাইকে বঙ্গবন্ধুর নৌকায় উঠতে হবে এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

সোমবার (১৩জুন) বিকেলে চঁাদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁওয়ের পুটিয়া আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে কটূক্তি ও প্রকশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ৩নং খাদেরগঁাও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সঠিক সময়েই জাতীয় নির্বাচন হবে, আবারও বাংলাদেশের প্রধান মন্ত্রী হবে শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন আর দেখবেনা বিএনপি। মুখে বলা পর্যন্তই শেষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে দেশকে আবারো নৈরাজ্য, সন্ত্রাস ও অরাজগতা সৃষ্টির ষড়যন্ত্র তারা অতীতেও করেছে এখনো করছে। তাই এখন থেকে আওয়ামীলীগের সকল নেতা-কর্মী ও জনগণকে সাথে নিয়ে ওদের সন্ত্রাসী কার্যকলাপের সমুচিত জবাব দেওয়া হবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন যথাসময়ে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বানচাল করার সাহস কারো হবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আজ বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে। তার প্রমাণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকির প্রতবাদে প্রতিবাদ সভায় হাজার হাজার কর্মী সমাবেশে উপস্থিত হয়ে যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য, সাজেদুল হোসেন চৌধুরী দিপু, বলেছেন,২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে আবারো শেখ হাসিনার সরকার দরকার। কারন শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। শেখ হাসিনা বিশ্বের কয়েকজন দক্ষ নেতার মধ্যে একজন, আজকে তিনি বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তা হলে কেউ কিছু করতে পারবেনা। আগামী নির্বাচনে চঁঅদপুন-২ (মতলব উত্তর ও মতলব দক্সিণ আসেনে আমার বাবা আধুনিক মতলবের রুপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এ আসন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাবেন ইনশাল্লাহ,। নেত্রী জনপ্রিয় ও কর্মবান্ধব নেতাকেই আগামী নির্বাচনে মনোনয়ন দিবে। সেদিক থেকে আমার বাবার থেকে জরপ্রিয় অন্য কেউ নেই। আপনারা অঅমার বাবার জন্য ও নেত্রীর জন্য দোয়া করবেন। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি উপস্থিত হাজারো জনতাকে আেগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
৩নং খাদেরগঁাও ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি, সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য, সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের , সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।
প্রতিবাদ সমভায় আরো বক্তব্য রাখেন, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানমোঃ ইকবাল হোসেন হাওলাদার, মতলব দক্ষিণ উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফজলুল করিম সেলিম, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার প্রধানান, সহ সভাপতি মোজাম্মেল হক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাবেক যুবলীগ নেতা, মিজানুর রহমান ঢালী, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইব্রাহিম ঢালী, সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজী প্রমূখ।
এসময় এসময় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রাদেশ্যাম বাবু, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান,দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের,সাদুল্যাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, উপজেলা যুবলীগের সদস্য রুবেল মিয়া বাবু,উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম নোমান দেওয়ান,ঢাকা বিমানবন্দুর থানা যুবলীগ নেতা আল-আমিন, মতলব দক্ষিণ উপজেলা সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, ছেংগারচর পৌর মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ হোসেন সরকার জনি, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ জামিল, উপজেলা ছাত্রলীগের ১ নাম্বার সদস্য সদরুল আমিন, ছেংগারচর পৌর শ্রমিকলীগ নেতা বাদল ঢালী,উপজেলা ছাত্রলীগের সদস্য জোবায়ের আহম্মেদ জনিসহ মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল,১৪ জুন ২০২৩

Share