বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা দীপু মনি এমপি বলেছেন, উন্নয়নের গতি অব্যাহত রাখার জন্য আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শুক্রবার (৯জুন) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার মাদ্রাসা মাঠে পশ্চিম সকদী গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার কোন গ্রাম বিদ্যুৎবিহীন থাকবে না। পর্যায়ক্রমে সবাই বিদ্যুৎ পাবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশের উন্নয়নের গতি চলতেই থাকবে। আপনাদের এমপি ও প্রতিনিধি হিসাবে আমি এমন কোন কাজ করিনি। যাতে কোথায় আপনাদের সম্মান নষ্ট হয়। আমি আমার দায়িত্ব পালনে সফল ছিলাম। আগামীতেও এলাকার উন্নয়নে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি সেই জন্য আবারও নৌকায় ভোট চান তিনি।
উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, পল্লি বিদ্যুতের ডিজিএম মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিদা বেগম, সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ফারুক আহমেদ কাকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা যুবলীগ আহবায়ক হুমায়ন কবির সুমন, যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনু, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতিএ বি এম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম পাটওয়ারীর সভাপতিত্বে ও বাগাদী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব ইব্রাহিম খলিল লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, বেলায়েত হোসেন বাবুল মিজি, বাগাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হোসেন রুবেল, থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন প্রমূখ।
ডা. দীপু মনি এমপি অনুষ্ঠানে সুইচটিপে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের ১শ ১৭টি এবং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর, আলগী, দাশের গাঁও গ্রামের ৪৪টিসহ মোট ১শ ৬১টি বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সম ১১: ০০ পিএম , ৯ জুন ২০১৭, শুক্রবার
ডিএইচ