দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য চাঁদপুর-২ আসনে (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চাঁদপুরের কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ।
বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হাসানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়ন দাখিলের পর মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশ গ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তবে তাদের উদ্দেশে বলবো- কোনো অপশক্তি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রতিকর ঘটনা থেকে বিরত থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় করতে হবে। জণগণের ঘরে ঘরে শেখ হাসিনার জন্য নৌকা প্রতিকে ভোট চাইতে হবে।
মায়া চৌধুরী আরও বলেন,নৌকা উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক। নৌকা বিজয়ী হলে মানুষ পুনরায় নিজের অধিকার ফিরে পাবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনসম্মুখে তুলে ধরে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ব্যক্তির কাছে নৌকায় ভোট চাইতে হবে। নৌকার বিজয়ে পুনরায় প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে বিনির্মিত হবে স্মার্ট বাংলাদেশ।’
তিনি আরও বলেন, যারা নির্বাচনের ট্রেনে উঠবে না তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়বেন। তাই তাদেরকে নির্বাচনে অং গ্রহণ করার আহ্বান জানাই।
তিনি বলেন, যে সকল রাজনৈতিক সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা করেনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।
তিনি আরও বলেন, চাঁদপুর- (মতলব উত্তর-মতলব দক্ষিণ) উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়ন করার জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদারের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ শাহজাহান শিকদার।
এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি মোঃ সাইফুল ইসলাম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম- সম্পাদক গাজী আয়ুব আলী, গাজী ইলিয়াছুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ হানিফ দর্জি, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার কাজী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্রস্তাবকারী মোঃ আব্দুল হাই প্রধান, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ জাতয়ি শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহম্মেদ তিতাস ফারুক,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি রাধেশ্যাম বাবু চান্দু, কেন্দ্রী যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, হাসান মোর্শেদ আহার চৌধুরী, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য আহসান হাবিব, শাহ আলম সিদ্দিকী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন জুয়েল চৌধুরী, কেন্দ্রী যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নানু মিয়া, ইউপি চেয়ারম্যান গাজী সেলিম, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ আবুল খায়ের, ফরাজি কান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি নাইমুল ইসলাম লাভলু, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, কামরুল হাসান মামুন, সাবেক ছাত্রনেতা হারুন-অর-রশিদ, উপজেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, এসএম নোমান দেওয়ান,উপজেলা শ্রমিক লীগ নেতা শামীম প্রধান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, যুবলীগ নেতা কামাল হোসেন, ছেংগারচর পৌর মৎস্যজীবিলীগের সভাপতি জনি সরকার,সহ-সভাপতি কবির হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ফকির,যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসন কাজল, ছেংগারচর পৌর যুবলীগ নেতা বাদল ঢালী,উপজেলা ছাত্রলীগের ১ নাম্বার সদস্য সদরুল আমিন,উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ জনি প্রমূখ।
এদিকে মায়া চৌধুরী মনোনয়নপত্র দাখিলের খবর পেয়ে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হলেও নির্বাচন আচরণবিধি অনুযায়ী মাত্র ৪ জনকে নিয়েই মনোনয়ন দাখিল করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর আগে চাঁদপুর -২ আসন থেকে দুইবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, নৌপরিবহন প্রতিতমন্ত্রী ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘকাল।
উল্লেখ্য, তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্ব^রের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ই জানুয়ারী। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বুধবার পর্যন্ত চাঁদপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সহ এ পর্যন্ত মোট ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আরেক মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থী হলেন, বাংলাদেশ সুপ্রিমপার্টিও মনোনীত প্রার্থী মোঃ মনির হোসেন। আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল এর শেষ সময়।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ২৯ নভেম্বর ২০২৩