শেখ হাসিনা দেশের মর্যাদা বৃদ্ধি করেছে : ড. সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ বলেছেন, এদেশের শত্রুরা মানুষের ভাগ্য ও জীবন নিয়ে যারা চিনিমিনি করে এবং রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবারেই তাদের পরাস্ত করেছেন। বাংলাদেশের শত্রুরা শেখ হাসিনার কাছে প্রত্যেকটি ষড়যন্ত্রে পরাস্ত হচ্ছে। শেখ হাসিনা এদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। স্বল্পোন্নত রাষ্ট থেকে তাঁর মর্যাদা বৃদ্ধি করে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিনত করেছেন। তাঁর কঠোর পরিশ্রম, তার প্রজ্ঞা,তার মেধা,সাহস ও দুরদর্শিতা এবং দেশ প্রেমের কারণে আজ বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তিনি শুক্রবার চাঁদপুরের কচুয়ায় দেশের উন্নয়ন-মানুষের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনা উন্নয়ন অবদান শীর্ষক পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বারৈয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পাথৈর ইউপি চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সজীবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,ইউপি চেয়ারম্যান মনির হোসেন,হাবিবুর রহমান,এম আখতার হোসাইন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক কামাল পারভেজ মিয়াজী প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ মে ২০২৩

Share