Home / চাঁদপুর / শেখ হাসিনা চাঁদপুরবাসীকে যা দিয়েছেন আর কোনো প্রধানমন্ত্রী তা দেননি
Osman ghoni patwary

শেখ হাসিনা চাঁদপুরবাসীকে যা দিয়েছেন আর কোনো প্রধানমন্ত্রী তা দেননি

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, চাঁদপুরের শত বছরের প্রধান সমস্যা নদী ভাঙন প্রতিরোধসহ সারা জেলায় রেডর্ক পরিমান উন্নয়ন কাজ হয়েছে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতার কারণে। শেখ হাসিনা চাঁদপুরবাসীকে যা দিয়েছেন তা এর আগে আর কোনো প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীকে দিতে পারেননি বা দেননি।

বুধবার (১৪ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ তাঁর জনসভায় সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড গড়া জেলাবাসীর দায়িত্ব। আগামী ১ এপ্রিল চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর জনসভায় স্বতঃস্ফ‚র্তভাবে যোগ দেয়ার জন্য জেলাবাসীর প্রতি উদাত্ত আহŸান জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নানের উপস্থাপনায় সভায় জেলা পরিষদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-আমিন ফরাজী, মো. নূরুল ইসলাম, মো. মকবুল হোসেন মিয়াজী, এস এম আল মামুন, মো. মশিউর রহমান মিটু, রফিক আহমেদ তালুকদার, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো. জসিম, মো. হুমায়ুন কবির মজুমদার, মো. তুহিন খান, মো. জোবায়ের হোসেন, মো. সালাউদ্দিন, রওনক আরা। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা (চ.দা.) শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির, উচ্চমান সহকারী মজিবুর রহমান, কুদ্দুছ ভাট প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট