বাংলাদেশ আওয়ামী লীগের এান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে সর্বক্ষেত্রে উন্নয়ন করেছেন। যার ফলে আমরা এখন খাদ্য স্বয়ং সম্পূর্ণ, বছরের শুরুতে শিক্ষার্থীরা বই পাচ্ছে, ঘরে ঘরে বিদ্যুৎ এবং মানুষের হাতে হাতে মোবইল। গ্রামের মানুষ বাড়ীর পাশেই প্রাথমিক চিকিৎসা সেবা পাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার উন্নয়নের সরকার এ সরকার ক্ষমতায় থাকলে দেশের যে কোনো উন্নয়ন সম্ভব। তাই সামনের নির্বাচনে যার যার অবস্থান থেকে নৌকার জন্য কাজ করতে হবে এবং আওয়ামীলীগকে দেশ ও জনগনের স্বার্থে আবারও ক্ষমতায় আনতে হবে।’
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সেকদি ডিবি উচ্চ বিদ্যালয়, ৭২নং পশ্চিম সেকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নানুপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
ফরাক্কাবাদ ডিগ্রী কলেজ এবং চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত রায় নন্দী তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতিতে সুশিক্ষার বিকল্প নেই। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত।’
তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের মেধার প্রতিযোগিতা চলছে। মেধাবী শিক্ষার্থীরা কোথাও পিছিয়ে পড়ে না। তাই তোমাদেরকে মেধাবী হতে হবে। তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা গ্রহণ করতে হবে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক জ্ঞানার্জন করতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলবে। মনোযোগ দিয়ে পড়া-শুনা করবে। তাহলেই তোমরা দেশের যোগ্য নাগরিক হতে পারবে।’
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আঃ রব ভুইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম মিয়াজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস.এম জয়নাল আবেদীন, যুগ্ম-আহবায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, জেলা ছাএলীগের সাধারন সম্পাদক পারভেজ করিম বাবু, নানুপু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, সিনিয়র ইংরেজী শিক্ষক রাজিব আচার্যী, পশ্চিম সেকদি ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান হোসেন, সহকারি প্রধান শিক্ষক হাসানুর রহমান, পশ্চিম সেকদি সপ্রাবির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক সরকার ইমরুল, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, শহীদ খান, কাফরুল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা হাসান, যুগ্ম সম্পাদক মোস্তফা দেওয়ান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি শাহআল খান, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদুর রহমান পরান, ছাত্রলীগ নেতা সজল খান, উজ্জল হাওলাদার, রবিন, ইকবাল হোসেন লিটন, সেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর মেম্বার, খোরশেদ আলম, সুজন সরকার, সুমন, সুমন গাজী, শিবুপদ, যুবলীগ নেতা জাহিদ মল্লিকসহ অন্যান্য নেতাকর্মী ও প্রত্যেকটি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ বিপল সংখ্যক স্থনীয় জনতা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:আশিক বিন রহিম
১৮ সেপেটম্বর,২০১৮