‘শেখ হাসিনার লোভ এবং দেশবাসীর ওপর জুলুম-নির্যাতনের কারণে তার দল আওয়ামী লীগকে চরম বিপদে পড়তে হয়েছে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার। ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সাহিত্য একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা তার দলের ভালো পরামর্শ দেওয়া নেতাদের পছন্দ করতেন না। যারা তাকে ভালো পরামর্শ দিতেন এবং মানুষের পক্ষে থাকার কথা বলতেন, তাদেরকে তিনি দলের ভিতরে কোনঠাসা করে রাখতেন। এসব কারণে বিগত সময়ে আওয়ামী লীগ থেকে অনেক যোগ্যতা সম্পন্ন জনপ্রিয় নেতারা বের হয়ে গিয়েছেন।
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের বিজয়ে নাগরিক ঐক্য অনেক ভূমিকা রেখেছে। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব মাহমুদুর রহমান মান্নান নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। আজকে কেউ কেউ দাবি করেন এই আন্দোলনে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা ছিল না। কিন্তু সেটি সম্পূর্ণ ভুল। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
শহীদুল্লাহ্ কায়সা বলেন, আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আয়না ঘরের মাধ্যমে বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে নির্যাতন নিপীড়ন এবং গুণ, খুন করেছে। নাগরিক ঐক্যসহ অনেক রাজনৈতিক দল শেখ হাসিনাকে স্বৈরাচারী মনোভাব থেকে ফিরে আসার পরামর্শ দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা তা গ্রহণ করেননি। তার ক্ষমতার লোভ এবং জনগণের উপর নির্যাতন-নিপীড়নের কারণে আজকে আওয়ামী লীগ এই বিপদের সম্মুখীন হয়েছে। শেখ হাসিনার অপরাজিতির কারণে তার বাবা শেখ মুজিবুর রহমানের মূর্তি বা ভাস্কর্যের উপর মানুষ হাত দিয়েছে।আমি মনে করি এর থেকে শিক্ষা নিয়ে সকল রাজনৈতিক দল আগামীতে রাজনীতি করবে। যারাই দেশ পরিচালনায় আসবে, তারা শেখ হাসিনার এই পরিণতি মাথায় রেখে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবেন।
নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কাননের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিন, চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব বিএম নুরুজ্জামান।
জেলা শাখার সদস্য মিজানুর রহমান স্বপনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সদস্য মো. শফিকুল ইসলাম শাকিল, মমতাজ উদ্দিন মন্টু গাজীসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কাননকে আহ্বায়ক ও বিএম নুরুজ্জামানকে সদস্য সচিব করে নাগরিক ঐক চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি অচিরেই ই কাউন্সিলের মাধ্যমে চাঁদপুর জেলা নাগরিক ঐক্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২০ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur