শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে: মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন বলেছেন, শেখ হাসিনা সরকারের সময় এ দেশের মানুষ শান্তিতে ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনীদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন চালিয়েছে। হামলা-মামলা দিয়ে দমন করতে চেয়েছিল বিএনপি নেতাকর্মীদের। যারা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে বিচার হবে। শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করুক, তার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।

তিনি গত শনিবার বিকালে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে চাঙ্গিনী-নূরপুর আনম এহছানুল হক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আশ্রাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ সফিউল্যাহ’র সভাপতি ও যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী,কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব কাজী মাওলানা আবুল হোসেন প্রমুখ।

বক্তব্য রাখেন, উপজেলার বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, কচুয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি নুর আহমেদ কচি, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুন্নবী সুমন, সহ-সভাপতি মো. হান্নান,যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাসুদ রানা মিয়াজী, শ্রমিকদল নেতা মনির, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ প্রমুখ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ সেপ্টেম্বর ২০২৪

Share