প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবীতে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
১৪ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর শহীদ মিনারে এ অনশন কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের একটাই কথা শেখ হাসিনার পদত্যাগ। আগামী ১৮ তারিখ হয়তো এক দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলুন । এই মূহুর্তে আমাদের ঐক্য ছাড়া কোন বিকল্প নেই। কে এমপি হবে, কে চেয়ারম্যান হবে তা দেখার এখন সময় নেই।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম ও শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির উপদেষ্টা মোশারফ হোসেন, এম এ হান্নান, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, শরীফ মোঃ ইউনুস, শুক্কুর পাটওয়ারী, ফজলুল হক হান্নান সরকার, হুমায়ন কবির, মোল্লা মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, পৌর যুবদলের সভাপতি শাহজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সলেমান ঢালী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিণ সুলতানা মুক্তা, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, জেলা মৎস্যজীবিদলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ওলামাদলের সভাপতি জসিম উদ্দিন, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক দীপু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকবুল হোসেন,মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আমিন স্বপন, মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, শাহরাস্তি উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান, কচুয়া উপজেলা যুবদলের সদস্যসচিব অ্যাড. মাসুদ প্রধানিয়া, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এমদাদ হোসেন শিপন, শাহরাস্তি উপজেলা যুবদল নেতা কাইয়ুম রিপন, মতলব উপজেলা যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, শাহরাস্তি উপজেলা পৌর যুবদল নেতা আবুল কাশেম, হাইমচর উপজেলা চরবৈরভ নেতা জিতু, শাহরাস্তি ইউনিয়ন বিএনপি নেতা মানিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা ইউনিয়ন নেতা আব্বাস গাজী, শাহরাস্তি উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ হোসেন মিয়াজী, মতলব উপজেলা পৌর বিএনপির সভাপতি সোহেব আহমেদ সরকার, ফরিদগঞ্জ উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম।
আশিক বিন রহিম, ১৪ অক্টোবর ২০২৩