চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমাম গনি পাটওয়ারী বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবিশ্বাস্য দ্রুততায় উন্নতি করছে।’
শুক্রবার (১৯ মে) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে অঙ্গীকার ক্রীড়া চক্রের ২২ বছর পূর্তিও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘উন্নতি এভাবে চলতে থাকলে ২০৪১ সালের আগেই উন্নত বিশ্বের কাতারে স্থান করে নেবে বাংলাদেশ। কিন্তু এই উন্নতি দেখে দেশী-বিদেশী চক্রান্তকারীরা ষড়যন্ত্রে লিপ্ত। দেশকে থমকে দিতে তারা জঙ্গীবাদ ও মাদকের বিস্তার ঘটানোর পাঁয়তারা করছে। এদের রুখে দিয়ে উন্নত বাংলাদেশ আমাদের গঠন করতেই হবে। এ জন্য সমাজের অন্যান্য পেশাজীবীদের মতোই ক্রীড়া সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে। আমার বিশ্বাস, জঙ্গীবাদ ও মাদক নির্মুলে চাঁদপুরের অঙ্গীকার ক্রীড়া চক্র বলিষ্ঠ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. আবদুর রহমান, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চতুরঙ্গের মহাসচিব হারুন-আল-রশিদ, শিক্ষক সমিতির নেতা শাহজাহান সিদ্দিকী। সংগঠনের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আশিষ কুমার সোম। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১ : ৩০ এএম, ২০ মে ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur