Home / জাতীয় / শেখ হাসিনার উন্নয়ন চিত্র, তৃণমূলের খাম
ফিরেছেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

শেখ হাসিনার উন্নয়ন চিত্র, তৃণমূলের খাম

সারা দেশ থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসা তৃণমূল নেতাদের শেখ হাসিনা সরকারের উন্নয়নের সংক্ষিপ্ত তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে। তৃণমূল নেতারা দলীয় প্রধানের হাতে তুলে দিয়েছেন খাম।

জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন ২৩ জুন, ৩০ জুন ও ৭ জুলাই অনুষ্ঠিত তিনটি বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে আসা তৃণমূল নেতাকর্মীদের দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি প্রকাশিত ‘উন্নয়নের সংক্ষিপ্ত তুলনামূলক চিত্র’ শিরোনামে একটি পুস্তিকা দেওয়া হয়। তৃণমূল থেকে আসা নেতারাও একেবারে খালি হাতে আসেননি, কাগজে লেখা খাম নিয়ে এসেছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য। বর্ধিত সভায় যোগ দিতে এসে সেই খামই তুলে দিয়েছিলেন দলীয় প্রধানের কাছে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, সারা দেশ থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতারা দলীয় প্রধানের ডাক পেয়ে গণভবনে এসেছিলেন। আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা পেলেও নিজেদের কথা বলতে পারেননি অনেকেই। এই তিন বর্ধিত সভায় যারা কথা বলার সুযোগ পেয়েছেন তারাও নানা রকম ভীতির কারণে দলের সাংগঠনিক চিত্র তুলে ধরতে পারেননি শেখ হাসিনার কাছে। তাই অধিকাংশ নেতাই লিখিত অভিযোগের খাম দিয়ে গেছেন নেত্রীর হাতে।

প্রত্যক্ষদর্শী একাধিক নেতা জানান, বর্ধিত সভা চলাকালে এসব খাম দেন তৃণমূল নেতারা। অন্তত হাজার খানেক তৃণমূল নেতার দেওয়া খাম জমা পড়েছে আওয়ামী লীগ সভাপতির কাছে।

তৃণমূল নেতাদের খাম দেওয়ার বিষয়টি স্বীকার করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, অনেক তৃণমূল নেতা গণভবনে এসে খামে ভরে নেত্রী (শেখ হাসিনা) বরাবর লিখিত বক্তব্য দিয়ে গেছেন।

কেন্দ্রীয় কয়েকজন নেতা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে তৃণমূল নেতাদের দেওয়া খামে নিজ নিজ এলাকায় দলের সাংগঠনিক চিত্র থাকতে পারে। বিভিন্ন এলাকায় চলমান দ্বন্দ্ব-সংঘাত, প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অভিযোগ লিখে খামে ভরে দিতে পারেন তৃণমূল নেতারা।

নেতাদের ভাষ্য অনুযায়ী, তৃণমূল নেতাদের দেওয়া হাজার খানেক খামে যাই থাকুক নেত্রী শেখ হাসিনা ওই খামগুলো খুলে পড়বেন। খামে যদি অভিযোগ থাকে সেগুলো বিচার-বিশ্লেষণ করে যেসব এলাকায় অভিযোগ বেশি সেসব এলাকায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।

Leave a Reply