মতলব উত্তর

শেখ হাসিনার অর্জনকে পণ্ড করতে ষড়যন্ত্র চলছে : ত্রাণমন্ত্রী মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, ষড়যন্ত্র চলছে বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনার অর্জনকে পণ্ড করার জন্যে। আমাদের প্রস্তত থাকতে হবে, এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। দেশের জনগণকে সাথে এদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সেই লক্ষ্যে আমাদের মানসিক, রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে প্রস্তÍুত হতে হবে এ অপশক্তিকে প্রতিরোধ করতে।’

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার মোহনপুর মন্ত্রীর নিজ বাসভবন আলী মিয়া মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আ’লীগের প্রস্তÍুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড.রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করে দলকে শক্তিশালি করে কেন্দ্রভিত্তিক সংগঠনকে গোছানো ও শক্তিশালি করে আগামী নির্বাচনে নৌকা বিজয় সুনিশ্চিত করতে হবে। এবং সেই লক্ষ্যে বর্তমান সরকারের সকল উন্নয়ন কাজগুলোকে জনগণকে জানাতে হবে।’

আ’লীগের বর্ধিত সভায় আরো রাখেন, আ’লীগের জাতীয় পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন মানিক, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, মোহনপুর ইউপির স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মিনহাজ উদ্দিন খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, মোঃ শহীদ উল্যাহ প্রধান,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুগ্ন-সম্পাদক কবির হোসেন মাস্টার, আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, মোঃ কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, মঞ্জুর মোর্শেদ স্বপন, আঃ ছোবান সরকার সুভা, দেলোয়ার হোসেন হাসেন দানেশ, মুুিক্তযোদ্ধা নান্নু মিয়া, নূর মোহাম্মদ, দেওয়ান আবুল খায়ের,লোকমান হোসেন মুন্সী, মোসাদ্দেক হোসেন মুরাদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সদস্য সচিব অ্যাড.আক্তারুজ্জামান, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি পারভীন শরীফ,উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, প্রমূখ। সভায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্সিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলা আ’লীগের উদ্যোগে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়। উপজেলা আ’লীগের বর্ধিত সভায় ও জাতয়ি শোক দিবসের প্রস্তÍুতি সভায় উপজেলা ও ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি,সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ ১১ : ৫০ পিএম, ১১ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share