একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গতকাল তাঁর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।
এ বিজয় উপলক্ষে আজ সোমবার বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মসিহুজ্জামান সেরনিবায়াত, নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন। তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বসহ সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। মন্ত্রী, রাজনৈতিক নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, বিজিবি, পুলিশ ও র্যাবের প্রধানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন। গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট ২৮৭টি আসনে জয়ী হয়।
বার্তা কক্ষ
৩১ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur