জেলা শিশু একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্ম বার্ষিকীর আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, ‘তোমরা বড় হয়ে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন বয়ে আনবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ গড়া আর এ সোনার বাংলা তোমরাই গড়বে।’
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদর সভাপতিত্বে ও প্রশিক্ষক মৃনাল সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামছুন্নাহার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেশের শ্রেষ্ঠ শিক্ষিকা নুরুননাহার, নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সাইফুর রহমান, শিশু একাডেমির প্রশিক্ষক অজিত দত্ত প্রমুখ।
এছাড়াও জেলা শিশু একাডেমির আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
।। আপডটে, বাংলাদশে সময় ৬:৪০ পিএম, ১৯ অক্টোবর ২০১৬, বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur