শেখ রাসেলের জন্মদিনে লেডী দেহলভী বালিকা উবিতে সভা ও দোয়া

জা‌তির পিতা বঙ্গবন্ধু ‌শেখ মু‌জিবুর রহমা‌নের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপল‌ক্ষে চাঁদপুর লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে আ‌লোচনা সভা ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

১৮ অক্টোবর বুধবার সকালে বিদ্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপ্রধানের বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া।এসময় তিনি বলেন, ১৫ আগস্টে ঘাতকরা এই শিশু রাসেলকে পর্যন্ত ছাড় দেয়নি।এটি আমাদের ইতিহাসের নির্মম একটা অধ্যায়।আল্লাহর অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা দেশের বাইরে থাকা প্রাণে বেঁচে যায়। কাজেই তোমাদেরকে এদেশের সঠিক ইতিহাস জানতে হবে।এবং সেই আলোকে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা আনিসুল নাহার বেগম, মুজিবুর রহমান গাজী, দেলোয়ার হোসেন, সমর কান্তি দাস।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক একে এম ইসমাইল।

এদিন সকালে চাঁদপুর স্টেডিয়ামে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানান শিক্ষকবৃন্দ।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৮ অক্টোবর ২০২৩

Share