শেখ মতিউর রহমানের মৃত্যুতে প্রফেসর আবদুল্লাহ’র শোক

প্রেস বিজ্ঞপ্তি | আপডেট: ০৭:২৩ অপরাহ্ণ, ২৯ আগস্ট ২০১৫, শনিবার

চাঁদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর কোর্টের সাবেক পিপি প্রবীণ রাজনীতিবীদ অ্যাডভোকেট শেখ মতিউর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার সাবেক সাংসদ প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ।

এক শোকবার্তায় তিনি উল্লেখ করেন, “অ্যাডভোকেট শেখ মতিউর রহমান সর্বজন গ্রহণযোগ্য একজন অভিজ্ঞ রাজনীতিবীদ ছিলেন। তিনি সারাজীবন জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলনে বিরাট অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরবাসী একজন দেশপ্রেমিক অভিজ্ঞ রাজনৈতিক নেতাকে হারিয়েছে। তাঁর অভাব পূরণ করার মতো নয়।”

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের জন্যে চাঁদপুরবাসীর নিকট বিশেষভাবে দোয়া কামনা করেন।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

Share