সবকিছুর জন্যই আপনারাই আমাদের শক্তি: শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ আলগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
দক্ষিণ আলগীর মাঝিগো মোড় থেকে গণসংযোগ শুরু করে তিনি কাটাখালী বাজার, পশ্চিম চরকৃষ্ণপুর, কৃষ্ণপুর, কালা চৌকিদার মোড় হয়ে চরভাঙ্গা এলাকার ঘরে ঘরে যান। স্থানীয় মানুষের নানা সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দেন।
গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিলে মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনাদের পাশে থেকে কাজ করবো। উন্নয়ন, শান্তি, ন্যায্য অধিকার—সবকিছুর জন্যই আপনারাই আমাদের শক্তি।”
তিনি আরও বলেন, হাইমচরের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, জেলেদের সমস্যা সমাধান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ সব ক্ষেত্রেই তিনি নিরলসভাবে কাজ করতে চান।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এভাবে একজন প্রার্থী সরাসরি মানুষের দরজায় গিয়ে খোঁজখবর নিয়েছেন। এতে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দিনব্যাপী এই গণসংযোগকে কেন্দ্র করে দক্ষিণ আলগীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে একযোগে সাড়া দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে শুভেচ্ছা ও সমর্থন জানান।
স্টাফ রিপোর্টার/
১৪ নভেম্বর ২০২৫