শতবর্ষী রসুল গাজীকে নতুন ঘর করে দিচ্ছেন শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ৭নং ওয়ার্ডের শতবর্ষী বৃদ্ধ রসুল গাজী। পেশায় গোর-খোদক। সমাজের অবহেলিত এই মানুষটির বসবাস ছিল একটি জরাজীর্ণ, ভাঙাচোরা ঘরে।
সম্প্রতি ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রসুল গাজীর কষ্টের জীবনযাপন চোখে পড়ে। বিষয়টি নজরে আসে তারেক রহমানের।
তারেক রহমান বিষয়টি জানার পর মানবিক উদ্যোগ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে রসুল গাজীর জন্য একটি নতুন বাড়ি তৈরির নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরপরই শেখ ফরিদ আহমেদ মানিক নিজ উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং জেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্রুত ঘর নির্মাণের দায়িত্ব দেন।
এসময় শতবর্ষী রসুল গাজী নতুন ঘর পাওয়ার খবর শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন। শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার জীবনে এত বড় উপকার কেউ করে নাই। আল্লাহ জিয়ার ব্যাটা তারেক রহমান ও মানিক ভাইকে মঙ্গল করুক।
মানবিক এই উদ্যোগে চাঁদপুর জুড়ে ব্যাপক প্রশংসার জোয়ার উঠেছে। স্থানীয়রা বলছেন, বিএনপি শুধু রাজনীতি করে না, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার সময় পাশে দাঁড়ায়—এই উদ্যোগ তারই বাস্তব উদাহরণ।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করকে আসলে এই ঘরটি তাদের চোখে পড়ে। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রসুল গাজীর কষ্টের জীবনযাপন তুলে ধরলে আমাদের নেতা তারেক রহমানের চোখে পড়ে। তার নির্দেশেই আমরা নির্দেশেই আমরা রসুল গাজীর ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। তিনি একজন মানবসেবক। তার প্রতি সম্মান জানাতে এবং তার শেষ জীবনে একটু স্বস্তি দিতে আমরা এই ঘর উপহার দিচ্ছি।
রসুল গাজীর মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপির এই মানবিক কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
স্টাফ রিপোর্টার/
৩০ অক্টোবর ২০২৫