কাউকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়নি: শেখ ফরিদ আহমেদ মানিক
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরই অংশ হিসেবে রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে চাঁদপুরের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চুয়ালি মিটিং করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মিটিংয়ে চাঁদপুরের মনোনয়ন প্রত্যাশী ছাড়াও বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেয়। গুলশানে অনুষ্ঠিত এই মিটিংয়ে চাঁদপুরের মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেন।
এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি ওই স্ট্যাটাসে উল্লেখ করেন, আজ ২৬/১০/২৫ বিকাল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং যথাসময়ে দলীয় মনোনয়ন ঘোষণা করার কথা ব্যক্ত করেন।
সভায় কাউকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়নি কিন্তু দলীয় বিভিন্ন পর্যায়ের কিছু কিছু নেতাকর্মী সমর্থক বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজ নিজ পছন্দের ব্যক্তি, নেতাদের পক্ষে মনোনয়ন পাওয়ার বিভ্রান্তি ছড়াচ্ছেন যা দলীয় ঐক্য ,সংহতির পরিপন্থি। সবাই দলের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে এবং এ ধরনের বিভ্রান্তিমুলক অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো।
স্টাফ করেসপন্ডেট/
২৭ অক্টোবর ২০২৫