শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নিরাবাহী কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ সম্মুখ থেকে বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এসময় সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানা, ইবনে মামুন, উজির, রবিউল বেপারী, রনি আখন্দ, হাবিব খান, রাহিম, কাদিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দূর্দিনের কান্ডারী হলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুরবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতিক শেখ ফরিদ আহমেদ মানিক। শেখ ফরিদ আহমেদ মানিক একদিনে তৈরি হয় নি। তিনি জেল, জুলুম নির্যাতন সহ্য করেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করুণ, তা না হলে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

স্টাফ রিপোর্টার, ১২ ডিসেম্বর ২০২৪

Share