সংবাদ শিরোনাম
Home / চাঁদপুর / আপনা‌দের আপা আর আস‌বে না : শেখ ফরিদ আহমেদ মানিক
মানিক

আপনা‌দের আপা আর আস‌বে না : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘আওয়ামী লী‌গের কিছু কিছু নেতাকর্মীরা ভাষন দেওয়ার চেষ্টা ক‌রে। ভোর পাঁচটার দি‌কে মি‌ছিল ক‌রে। তা‌দের‌কে বল‌তে চাই- আপা আর আস‌বে না। আপনা‌দের আপা আপনাদের রে‌খে পা‌লি‌য়ে গে‌ছে।’

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিএনপি বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরে বিজয় র‍্যালিতে তিনি এসব কথা বলেন। বুধবার (৬ আগস্ট) বিকালে শহরের বাসট্যান্ড এলাকা থেকে এ র‍্যালি শুরু হয়। এরআগে র‍্যালিটি উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিজয় র‍্যালিটি শহরের বাসস্ট্র্যান্ড থেকে শুরু হয়ে স্টেডিয়াম রোড, মিশন রোড, শহিদ মুক্তিযোদ্ধা সড়ক, কালীবাড়ি, জোড়পুকুর পাড় হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এক বছর হ‌য়ে‌ছে এ সরকার চেয়া‌রে ব‌সে থাকার জন্য শেখ হা‌সিনার বিচার সম্পন্ন ক‌রে নাই। আগামী‌তে কর‌তে পার‌বে কিনা আমা‌দের তা স‌ন্দেহ আ‌ছে, য‌দি না পা‌রেন তাহ‌লে বিএন‌পি এ বিচার কাজ সম্পন্ন কর‌বে। আগামী দি‌নের বাংলা‌দেশ হবে তা‌রেক রহমা‌নের বাংলা‌দেশ, ৩১ দফার বাংলা‌দেশ।

মানিক

জেলা বিএনপির সভাপতি ব‌লেছেন, এক বছর অ‌তি‌বা‌হিত হ‌য়ে‌ছে আপনা‌দের সহ‌যো‌গিতায় শা‌ন্তিপূর্ণভা‌বে চাঁদপু‌রের সাধারণ জনগণ বসবাস ক‌রছে। কিছু কিছু দূস্কৃ‌তিকারী আমা‌দের দ‌লের না‌মে কুৎসা র‌টাচ্ছেন। তাদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। এখা‌নে আজ‌কে চাঁদপুর জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত আ‌ছেন, যারা আ‌ছেন সক‌লে আপনারা নেতা। জেলার ২৩ লক্ষ ভোটা‌রের প্রতি‌নি‌ধিত্ব ক‌রেন আপনারা সবাই। সুতরাং আমা‌দের নেতা তা‌রেক রহমা‌নের স্পস্ট নি‌র্দেশনা, যারা কোন অপক‌র্মের সা‌থে জ‌ড়িত থাক‌বে তা‌দের কোন ক‌মি‌টি‌তে স্থান হ‌বে না। ‌

আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। সভা পরিচালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মুনির চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, ফেরদৌস আলম বাবু, আমিন উল্লাহ বেপারী, ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, হারুন অর রশিদ, আফজাল হোসেন, অ্যাড.মনিরা বেগম চৌধুরী, শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাদল, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদস্য সচিব শামছুল আরেফীন, জেলা ছাত্রদল সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল, ছাত্রদল
সহ অন্যান্য সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও র‍্যালিতে যোগ দিয়েছেন। হাতে ও মাথায় জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ বিভিন্ন রঙের ক্যাপ পরে র‍্যালিতে অংশ নিয়েছেন তারা। র‍্যালির সামনে আছে ব্যান্ড পার্টিও। ধানের শীষ দিয়ে সেজে অনেকে এসেছেন র‍্যালিতে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ৬ আগস্ট ২০২৫