শেখ ফরিদ আহমেদ এর নেতৃত্বে চাঁদপুরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে

সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ৩১ জুলাই ভোলায় সমাবেশ চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় সেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম। তাকে হত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২ আগস্ট বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

তিনি বলেন, পুলিশ বিনা উষ্কানিতে ভোলায় গুলি করে ১ জনকে হত্যা করেছে, অসংখ্য নেতা-কর্মীকে আহত করেছে। আমরা চাঁদপুর পুলিশ কে বলতে চাই কোথায়ও আমাদের কে রুখতে আসলে বেঁধে যাবে। আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেন। তা না হলে তারেক জিয়ার নির্দেশে শেখ ফরিদ আহমেদ এর নেতৃত্বে চাঁদপুরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন মৎস্যজীবি দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী,জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন, চাঁদপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুস, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২ আগস্ট ২০২২

Share