জাতীয়

শেকড়ের টানে ঢাকার কর্মজীবী মানুষ ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছেন

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

রাজধানীর রাস্তাঘাট ফাঁকা বা লোক কম দেখা গেলেও ভীড় রয়েছে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনালে। একইভাবে কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চঘাটে বাড়িফেরা মানুষের উপচেপড়া ভীড় দেখা যায়।

সৌদি আরব ও মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে চাঁদপুর দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার ঈদুল ফিতর পালিত হবে। শনিবার ঈদ হবে এমনটা ধরেই শুক্রবার শেষ মুহূর্তে বাড়ি ফেরার তাগাদা ছিল মানুষের।

শেকড়ের টানে ঢাকার কর্মজীবী মানুষ ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছেন। তাই চিরচেনা রাজধানীর ব্যস্ত রাস্তা ও অলিগলি ফাঁকা দেখা গেছে শুক্রবার। পল্টন, গুলিস্তান, মৌচাক, শাহবাগ, ফার্মগেট, মীরপুর-১০ নম্বরসহ রাজধানীর যেসব এলাকায় যানজট লেগেই থাকত, বৃহস্পতিবার থেকে তা কমে আসে।

এদিকে রাস্তায় গণপরিবহণ কমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। একটি অনলাইন পত্রিকার রিপোর্টার কামাল মোশারেফ শুক্রবার দুপুরে বলেন, মীরপুর থেকে পল্টনে আসতে প্রায় এক ঘণ্টা বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। গণপরিবহণ কম থাকায় রাস্তায় সিএনজি, লেগুনা ও রিকশার ভাড়া দ্বিগুণ হাঁকছেন চালকরা।

রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর-বিমানবন্দর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ ঘাট ঘুরে প্রতিবেদকরা জানান, শুক্রবার সকাল থেকেই এসব টার্মিনাল ও স্টেশনে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ব্যাপক ভীড় রয়েছে। শুক্রবার বাড়ি যাওয়ার জন্য যারা বাস, ট্রেন ও লঞ্চের টিকেট কেটেছেন তারা তো বটেই শেষ মুহূর্তে অনেকে টিকেট ছাড়াই ছুটেছেন টার্মিনাল ও স্টেশনগুলোতে। ছিটে সঙ্কুলান না হওয়ায় বাসে, ট্রেনে ও লঞ্চের ছাদে ঝুলে এমনকি ট্রাক ও পিকআপ ভ্যানে করেও মানুষকে বাড়ি ফিরতে দেখা গেছে। এক্ষেত্রে কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে মানুষের চাপটা যেন একটু বেশিই।

এদিকে প্রায় অর্ধেক মানুষই রাজধানী ছাড়ায় নগরীর রাস্তা-ঘাট ফাঁকা হওয়ার পাশাপাশি শপিংমল ও মার্কেটে ক্রেতাদের ভীড় কম লক্ষ্য করা গেছে। তবে ফুটপাথের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষেরা শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত রয়েছে।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৮:৪২ অপরাহ্ন, ০২ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ১৭ জুলাই ২০১৫

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share