কচুয়া

‘শৃঙ্খলা ভঙ্গ ও বিভেদ সৃষ্টি না করে দলকে এগিয়ে নিতে হবে’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তম দল। এ দলের শাসনামলে দেশে অভূতপূর্ণ উন্নয়ন স্বাধিত হয়েছে। দলের সাধারণ নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে বিশৃঙ্খলা সৃষ্টি না করে দলীয় গঠনতন্ত্র মোতাবেক দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

শুক্রবার(৯ জুন) সকালে কচুয়া উপজেলার উত্তর পালাখাল পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশ এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিব মজুমদার জয়ের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও সদস্য অ্যাড. শাহ আলম ইকবাল।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, সালাহ উদ্দিন ভূইয়া, ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, উত্তর পালাখাল পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের ভবন ভরাট দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার ও উপজেলা জয় পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সরদার।

এদিকে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির উপস্থিতিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্রোহী প্রার্থীদের কচুয়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সাময়ীক প্রত্যাহার নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ এবং বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ডা. মাসুদুর রহমান বাবুলের সমর্থকদের মধ্যে হাতা-হাতি ও উত্তেজনা হয়।

এক পর্যায়ে এমপি চলে যাওয়ার পর উভয় গ্রুপের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন কর্মী সমর্থক গুরুত্বর আহত হয়।

একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় গরীব অসহায় পরিবারের সদস্যদের মাঝে যাকাতের কাপড়, শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন।

প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সম ১২ : ০৮ পিএম , ১০ জুন ২০১৭, শনিবার
এইউ

Share