বিনোদন

শুনলাম ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করে না: আসিফ

করোনার টিকা নিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছবিসহ শেয়ার করে খানিকটা মজা করলেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেন ‘ও প্রিয়া’-খ্যাত গায়ক।

এ প্রসঙ্গে আসিফ বলছিলেন, “শুনলাম ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করে না! তাই ছবিটা দিলাম। আজ বঙ্গবন্ধু মেডিকেলে করোনার ইনজেকশনের প্রথম ডোজ নিলাম আমরা। ম্যানেজমেন্ট খুব ভালো লেগেছে। একদিকে করোনা আরেকদিকে করোনাবিরোধী ইনজেকশন, দ্বিতীয়টাই পছন্দ করলাম।”

এ সময় টিকা সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান আসিফ।

চলতি মাসের প্রথম দিকে বাংলাদেশে চালু হয়েছে করোনার টিকাদান। সেলিব্রিটিদের মধ্যে প্রথম টিকা নেন নগর বাউল ব্যান্ডের গায়ক মাহফুজ আনাম জেমস। এর আগে টিকা নেন সুবর্ণা মুস্তাফা ও আসাদুজ্জামান নূর। তবে দুজনেই সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদ ভবনে টিকা নেন। এ ছাড়া নাঈম, শাবনাজ, আঁখি আলমগীর, কুদ্দুস বয়াতিসহ একাধিক অভিনেতা-সংগীতশিল্পী টিকা গ্রহণ করেছেন।

৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে সরকার করোনার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ‘কভিশিল্ড’ দেওয়া শুরু করে। ইতিমধ্যে ১৮ লাখৈর বেশি মানুষ টিকা নিয়েছেন। এ দফায় ৭০ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

ঢাকা চীফ ব্যুরো, ২০ ফেব্রুয়ারি,২০২১;

Share