আন্তর্জাতিক

শুধু দেশেই নয়, সৌদিতেও মৃত্যু পাঁচ বাংলাদেশি চিকিৎসকের

শুধু দেশেই নয়, প্রবাসেও নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারিতে আছেন বাংলাদেশি অনেক চিকিৎসক। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, এরই মধ্যে দেশটিতে অন্তত পাঁচজন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন। তাঁরা সৌদির বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি দুঃসময়ে কয়েক হাজার বাংলাদেশিকে তাঁরা বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ ও সেবা দিয়েছেন।

সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, ওই চিকিৎসকরা সত্যিকারের বীর। তাঁরা রোগীদের চিকিৎসা ও সহযোগিতা করতে গিয়ে সংক্রমিত হয়ে মারা গেছেন। রাষ্ট্রদূত প্রয়াত চিকিৎসকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বাদশাহ সালমান হাসপাতালের কনসালট্যান্ট (মেডিসিন) চিকিৎসক মোহাম্মদ শফিউল্লাহ (রণক) গত শুক্রবার মারা যান। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তিনি নিজেও সংক্রমিত হন। কয়েক হাজার বাংলাদেশিকে তিনি টেলিফোনে চিকিৎসাসেবা দিয়েছেন।

দেশটিতে করোনায় মারা যাওয়া প্রথম বাংলাদেশি চিকিৎসক আফাক হোসেন। গত ৩১ মার্চ তিনি মারা যান। মদিনায় সাফা আল মদিনা পলি ক্লিনিকে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তিনি কভিড-১৯-এ সংক্রমিত হয়েছিলেন।

মদিনায় করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মারা গেছেন চিকিৎসক গোলাম মোস্তফা। তিনিও সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মদিনায় আগুল স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেছিলেন। দীর্ঘ ৩৪ বছরেরও বেশি সময় ধরে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরির পর মাত্র চার মাস আগেই তিনি অবসরে যান। দেশে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি।

রিয়াদের বাথা এলাকায় বদরুদ্দিন পলি ক্লিনিকের ডাক্তার মো. আনোয়ার উল হাসান গত ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। রিয়াদে বাংলাদেশি সম্প্রদায়কে অনেক সহযোগিতা করেছেন তিনি।

আরেক বীর চিকিৎসক আবদুর রহিম জেদ্দায় বিন লাদেন পলি ক্লিনিকে কর্মরত ছিলেন। গত ১৯ মে করোনায় তাঁর মৃত্যু হয়।

শুধু চিকিৎসকই নয়, তাঁদের অনেকের স্ত্রীও করোনায় সংক্রমিত হয়েছেন। রিয়াদে অন্তত দুজন বাংলাদেশি চিকিৎসকের স্ত্রীর কভিড-১৯-এ মৃত্যু হয়েছে। চিকিৎসক শফিকুল ইসলাম ও আনোয়ার হোসেনের স্ত্রী সম্প্রতি মারা যান।

বার্তা কক্ষ,২৬ জুন ২০২০

Share