সদ্য মুক্তি পাওয়া ছবি ‘শুটার’-এর নকল বা পাইরেসি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন হুমায়ুন কবির নামের এক যুবক। ঈদের দিন মঙ্গলবার রাজধানীর রাজমনি সিনেমা হলে রাত ৯টার শো চলার সময় সেই তরুণ মোবাইল ফোনে ছবিটি ভিডিও করছিলেন।
খবর পেয়ে র্যাব-৩-এর সদস্যরা এসে হুমায়ুনকে আটক করেন। হুমায়ুন বর্তমানে র্যাব-৩-এর হেফাজতে আছেন।
এ বিষয়ে রাজমনি সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ অহিদ বলেন, ‘গতকাল রাত ৯টার শোতে হুমায়ুন নামের একটি ছেলে মোবাইলে ছবিটি ভিডিও করছিল। আমাদের লাইনম্যান বিষয়টি লক্ষ করেন এবং চোখে চোখে রাখেন। যখন দেখা গেল কিছুক্ষণ ভিডিও করে বিরতি নেন। আবার আশপাশে তাকিয়ে দেখেন তাঁকে কেউ দেখছে কি না, আবারও ভিডিও শুরু করেন, তখন হাতেনাতে মোবাইলসহ হুমায়ুনকে ধরে আমাদের অফিসে আনা হয়। আমরা বিষয়টি ছবির প্রযোজক ইকবাল সাহেবকে জানালে তিনিও চলে আসেন। আমরা তখন র্যাবকে জানালে তারাও চলে আসে। রাতেই তাকে র্যাব নিয়ে যায়।’
অহিদ আরো বলেন, ‘আমরা সব সময় লক্ষ রাখি, যেন কেউ ছবি মোবাইলে ভিডিও করতে না পারে। এরা আসলে একটা দল বেঁধে কয়েক দিনে কাজটি করে। দেখা গেল, আজ একটা অংশ ভিডিও করেছে, আরেক দিন এসে আরেক অংশ ভিডিও করল। তারপর সেটাকে জোড়া লাগিয়ে পুরো সিনেমাটা সিডিতে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। এরা অনেক শক্তিশালী চক্র। সব জায়গায় এদের লোক আছে, কেউ কিছুই করতে পারে না এদের।’
এ বিষয়ে র্যাব-৩-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা গত রাতে তাকে নিয়ে এসেছি। সে আমাদের হেফাজতে আছে। আমরা মোবাইলের ভিডিওগুলো পরীক্ষা করে দেখছি। সেখানে আমরা দেখেছি যে ছবির কন্টিনিউটি ঠিক নেই। টানা কিছুক্ষণ ভিডিও থাকলেও মাঝেমধ্যে কিছুটা অংশ বাদ পড়েছে। এখন আমরা যাচাই-বাছাই করছি।’
এ বিষয়ে ‘শুটার’ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আগে থেকেই আমরা ভয়ে ভয়ে থাকি কখন ছবিটি পাইরেসি হয়ে যায়। গত রাতে খবর শুনেই রাজমনি সিনেমা হলে চলে যাই, সেখান থেকে র্যাবকে খবর দিলে তারা এসে ছেলেটিকে নিয়ে যায়। সারা দেশে ছবিটি ১৪৮ হলে চলছে। আমি সবাইকে সজাগ থাকতে বলেছি। কারণ, শুধু ঢাকার হলে পাইরেসি হয় এমন নয়, এদের নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে আছে।’
প্রযোজক আরো বলেন, ‘এর আগেও আমার একাধিক ছবি পাইরেসি হয়েছে। তখনো আমাদের কিছু করার ছিল না। এখনো কিছু করার নেই। আজ যে ছবিটি আমি এক সপ্তাহের জন্য দুই লাখ টাকা পাই, পাইরেসি হলে সেই ছবিটি ২০ হাজারের বেশি পাব না। এখন তো আমার মতো পুরোনো প্রযোজকরা ছবিই বানাতে চান না পাইরেসির ভয়ে।’
নায়করাজ রাজ্জাকের একটি কথা উল্লেখ করে প্রযোজক বলেন, গত সপ্তাহে ‘শুটার’ ছবির একটি অনুষ্ঠানে নায়করাজ বলেছিলেন, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তাঁর কাছে একটি অনুষ্ঠানে জানতে চেয়েছিলেন, সরকার চলচ্চিত্রের উন্নয়নের জন্য টাকা দিয়েছিল, তা ফেরত গেল কেন? দেখেন অবস্থা, যেখানে মাত্র তিনশ কোটি টাকা হলে এফডিসিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো যায়, সেখানে টাকা নাকি ফেরত যায়। আমার দাবি থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যবস্থা এফডিসিতে বসানো হোক। অন্যথায় আমাদের দেশে কেউ চলচ্চিত্র বানাতে এগিয়ে আসবে না।’
রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। ঈদের দিন ছবিটি দেশের ১৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। এনটিভি)