আবহাওয়া

শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামি শুক্রবার ২০ মার্চ থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুসের বরাত দিয়ে বুধবার ১৮ মার্চ এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ‘ আগামি ২০, ২১ ও ২২ মার্চ এ তিন দিন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ দেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।’

বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকা ব্যুরো চীফ . ১৮ মার্চ ২০২০

Share