চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :
শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। শুক্রবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। দেশজুড়ে ইতোমধ্যে ঈদ উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
ঈদের দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
রাজধানীতে বনানীর ঢাকা গেট থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক এবং সড়ক দ্বীপ জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লেখা ব্যানার ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হবে।
এছাড়া দেশের সকল মহানগর, জেলা ও উপজেলা শহরের প্রধান সড়ক এবং সড়ক দ্বীপ ও জাতীয় পতাকা এবং ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হবে।
ঈদের দিন সন্ধ্যায় দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আলোকসজ্জা করা হবে। ইতোমধ্যেই জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। বিভিন্ন পত্র-পত্রিকা ও এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।
এদিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
রাজধানীতে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয় ঈদগাহের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামাত হবে সকাল ৭টায়। এছাড়া সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অপর ৪ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ও পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি বজায় রাখবে।
এছাড়া দেশের সকল নগর-মহানগরে ঈদ জামাত অনুষ্ঠানে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে জাতীয় ঈদগাহসহ প্রতি বছর ৩৭৯টি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২৮টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ১৫১টি ঈদ জামাত সকাল ৭টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ২টি এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় পৃথক ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং শহিদুল্লাহ হল লনে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সর্ববৃহৎ ঈদের জামাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আপডেট : বাংলাদেশ সময় : ১১:৩১ অপরাহ্ন, ১ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৬ জুলাই ২০১৫
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি