চাঁদপুরের কচুয়ায় এখন শুকনো বীজতলা পদ্ধতিতে আবাদে ঝুঁকছেন কৃষকরা। এ উপজেলায় এই চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এই পদ্ধতিতে মাটি প্রস্তুত করে পর্যাপ্ত জৈবসার দিয়ে অঙ্কুরোদমকৃত বীজ মাটিতে ছিটানো, স্বচ্ছ পলিথিন দিয়ে বীজতলা ঢাঁকা, নেই সেচ এবং সারের ব্যবহার ও চারা তোলাও খুব সহজ। তাই বর্তমানে এ উপজেলায় কৃষি কাজে জনপ্রিয় হয়ে উঠেছে এ পদ্ধতি।
কৃষক আলী হোসেন,আরিফুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, দীর্ঘদিন ধরে সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরিতে চারা ভালো না হওয়ায় শুকনো বীজতলা করছেন তারা। এতে ফলন ভালো পাওয়ার কথা জানিয়েছেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন চাঁদপুর টাইমসকে বলেন, কচুয়া উপজেলায় প্রতিটি ইউনিয়নে শুকনো বীজতলা করা হয়েছে। কৃষক পর্যায়ে দ্রুত জনপ্রিয় পাচ্ছে এই প্রযুক্তি। তাছাড়া উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত পর্যবেক্ষণ করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ২০ জানুয়ারি ২০২২