ফেসবুকের জনপ্রিয়তা যেমন হু-হু করে বেড়েছে, তেমনি বেড়েছে এর প্রধান নির্বাহীর সম্পদ। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এখন বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। মাত্র ৩১ বছর বয়সেই এ অবস্থানে পৌঁছে গেছেন জাকারবার্গ।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের বরাত দিয়ে সিএনএন এ তথ্য প্রকাশ করেছে। সম্পদের দিক থেকে জাকারবার্গ পেছনে ফেলেছেন অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসকে।
জাকারবার্গের সম্পদের পরিমাণ এখন প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় চার লাখ কোটি টাকা!
গত মাসের ২৮ তারিখে আচমকা ফেসবুকের শেয়ারের দাম হু-হু করে বাড়তে থাকলে সে সঙ্গে তাল দিয়ে জাকারবার্গও দ্রুত ধনী হতে থাকেন। সে কারণেই বিশ্বের ধনীর তালিকায় চতুর্থ স্থানে এসে পৌঁছালেন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রধান নির্বাহী।
ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে এখনো রয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর সম্পদের মূল্য ৭৮ বিলিয়ন মার্কিন ডলার।
স্পেনের আমান্সিও ওর্তেগা ৬৯ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে ও ওয়ারেন বাফেট প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে আছেন তালিকার তৃতীয় অবস্থানে।
কিছুদিন আগে শেয়ার মার্কেটে আচমকা বড় ধরনের পরিবর্তনের ফলে বিশ্বের অনেক ধনীই যেমন পিছিয়ে পড়েছেন, আবার অনেকেরই সম্পদ বেড়েছে রাতারাতি।
নিউজ ডেস্ক : আপডেট ৩:০৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
ডিএইচ