Home / চাঁদপুর / চাঁদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শীত

চাঁদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

‘আমরা পর নই এই’ এ স্লোগানকে সামনে রেখে পথ চলা চাঁদপুরের সামাজিক সংগঠন আপন এবং চট্টগ্রামের ‘আমাদের আলোকিত সমাজ’ এর যৌথ উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে ‘শীত উপহার’ হিসেবে মাসব্যাপী কম্বল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

২ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুর শহরের অর্ধ-শতাধিক অসহায় শীতার্তদের মাঝে ‘শীত উপহার হিসেবে’ কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই শীত উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আপন এর প্রতিষ্ঠাতা ও আহবায়ক রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার। প্রধান অতিথি ছিলেন আমাদের আলোকিত সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. কামরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আপন এর উপদেষ্টা, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক ডাক্তার মাসুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক।

বক্তারা বলেন, আমরা যারা সমাজে একটু ভালো অবস্থানে রয়েছি, তাদের প্রত্যেকের উচিত সমাজের অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। একটি ভালো কাজ যেমন ব্যক্তির জীবনে প্রশান্তি এবং সোয়াব বয়ে আনে, তেমনি অপরকেও ভালো কাজে উৎসাহিত করে। আমরা যদি প্রতিদিন একটি ভালো কাজ করি, আর একটি খারাপ অভ্যাস ত্যাগ করি তবে সমাজটাই বদলে যাবে। তাই আসুন, আমরা যার যার অবস্থান থেকে প্রতিদিন একটি ভালোকাজ করি, একটি খারাপ কাজ পরিহার করি।

বক্তারা বলেন, আপন এবং আমাদের আলোকিত সমাজ নামে দুটি সংগঠনই সামাজিক এবং মানবিক কাজকে বেশি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি সসাজ সচেতনতামূলক কাজ করছে। এবছর চাঁদপুর এবং চট্টগ্রামের দু’টি সুপরিচিতি সংগঠন যৌথভাবে চাঁদপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে ‘শীত উপহার’ হিসেবে মাসব্যাপী কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। আজকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে চাঁদপুর শহর এবং শহরতলীর দরিদ্রপল্লিগুলোতে অসহায়দের মাঝে এই ‘শীত উপহার’ তুলে দেয়া হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক কবির হোসেন মিজি, এইচএম নিজাম, আপন এর সদস্য সচিব কবি আশিক বিন রহিম, কার্যকরি সদস্য রোটারেক্ট আল আমিন প্রমুখ।

স্টাফ করেসপন্ডেট