Home / চাঁদপুর / শীতে কাঁপছে চাঁদপুর
weather-chandpur

শীতে কাঁপছে চাঁদপুর

চাঁদপুরে দীর্ঘদিন ধরে হাঁড় কাঁপানো শীতে মানুষজন কাবু হয়ে আছে। সূর্যের দেখা মিললে কিছুটা শীত কম লাগলেও যখন আবার সূর্য মামা অচিন বনে হারিয়ে যায়। তখন আবারো শুরু হয় হাঁড় কাঁপানো শীত। তার মাঝে আবার মৃদু বাতাসে শীত মানুষের শরীরে আরো ঝাপটে বসে।

এমন প্রচন্ড শীতে মানুষ যেনো দিন,দিন অকেজো হয়ে পড়ছে। একদিকে কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, অন্যদিকে রোদের তাপ দেয়া সূর্য মামা জেগে না উঠার কারনে শীত যেনো কোন ভাবেই কমছেইনা। শীতের তীব্রতা থেকে একটু উষ্ণতা পেতে সাধারণ মানুষ খড় কুটো এবং কাগজ, লতা, পাতা কুড়িয়ে আগুন জ্বেলে গরম তা নিচ্ছে।

৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কালী বাড়ি কোট স্টেশন প্লার্টফর্মের পাশে কয়েক ব্যক্তিকে এভাবেই খড় কুটো কুড়িয়ে আগুন জ্বেলে গরম উষ্ণতা নিতে দেখা যায়।

প্রতিবেদক:কবির হোসেন মিজি