শীতার্ত মানুষের পাশে আনন্দ বাজার ইসলামী সমাজ কল্যাণ সংস্থা

সামাজিক দায়বদ্ধতা থেকে নদী তীরবর্তী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আনন্দ বাজার ইসলামী সমাজ কল্যাণ সংস্থা। শীত নিবারণে শতাধিক অসহায় দুস্থ নারী ও পুরুষের মাঝে কম্বল দিয়েছেন তারা। বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এই আয়োজন করা হয়। পর্যায়ক্রমে সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে সংগঠনটি।

আনন্দ বাজার ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পরিচালক হাফেজ মো. জাকির হোসেন মৃধার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর আইডিয়েল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ অহিদুর রহমান খাঁন উৎপল, সংস্থার সদস্য অ্যাড. মো. আলম খাঁন মঞ্জু, আলহাজ্ব মো. আমিন বেপারি, হাফেজ মাওলানা মো. নেয়ামত উল্ল্যাহ, মো. কামাল সরদারসহ সংস্থার অন্যান্য সদস্য ও এলাকার ব্যক্তিবর্গ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিবছর সংস্থাটির আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে ও অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা উচিত। প্রত্যেকেই নিজ নিজ যায়গা থেকে উদ্যোগ গ্রহণ করলে কেউ আর শীতার্ত থাকবে না।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১১ জানুয়ারি ২০২৩

Share