শীতার্তদের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

প্রচণ্ড শীতে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক সেই মুহূর্তে শীতার্ত হতদরিদ্র, অসহায় ও প্রকৃত ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে তাঁদের পাশে দাড়ালো ফরিদগঞ্জ প্রেসক্লাব। সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কম্বল বিতরণ করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মো. মামুনুর রশিদ পাঠান বলেন, প্রেসক্লাবের সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠনের উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিদা বঞ্চিতদের সহায়তা করে আসছে সাংবাদিকরা। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বক্তব্য শেষে প্রায় দেড় শতাধীক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের কম্বল হাতে পেয়ে অনেক অসহায় ও দুস্থ মানুষ খুশির কান্নায় ভেঙে পড়েন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাতহ থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, বর্তমান কমিটির সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য মেহেদী হাসান,ফাহাদ খাঁন, আমান উল্যাহ খাঁন ফারাভী, শামীম হাসান,এফএ মানিক,সাখাওয়াত হোসেন মিন্টু প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান/
৫ জানুয়ারি ২০২৬