শাহরাস্তিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্না। শুক্রবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে তিনি এ উপহার পৌঁছে দেন।
জানা যায়, উপজেলার খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রভাষক, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী যুবলীগ নেত্রী নাজমুন নাহার স্বপ্না আসন্ন উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে জনগণের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে শৈত্য প্রবাহের ফলে তিনি উপজেলার গরীব ও অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে শীত নিবারনে কম্বল পৌঁছে দিচ্ছেন। যার অংশ হিসেবে শুক্রবার বিকেলে তিনি পৌরসভা, মেহের দক্ষিণ ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্পটে শীতার্তদের মধ্যে কম্বল পৌঁছে দেন।
ওই সময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া বসরী বকুল, মেহের দক্ষিণ ইউনিয়নের সদস্য মোঃ জাকির হোসেন মিয়াজীসহ যুবমহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহরাস্তি প্রতিনিধি, ১৯ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur