কচুয়ায় “কুয়েত সোসাইটি ফর রিলিপ” সংস্থার উদ্যোগে গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৯ জানুয়ারি শনিবার উপজেলার পালাখাল মহিলা দাখিল মাদ্র্রাসায় প্রায় ২শ জন গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় পালাখাল মহিলা দাখিল মাদ্র্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল কাসেম, সভাপতি জমির হোসেন মোল্লা, সুপার মাওলানা আবুল কালাম, সহকারী শিক্ষক মাওলানা শরীফুল ইসলাম, খাদিজা আক্তার ও ফারজানা আক্তারসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাদ্রাসার প্রতিষ্ঠাতার সদস্যগণ প্রতিবছর মাদ্রাসার গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দূর্যোগে ত্রানসামগ্রী, রমজানে ইফতার ও ঈদসামগ্রী বিতরণসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করে আসছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৯ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur