চাঁদপুর

শীঘ্রই চাঁদপুরের ভাঙ্গন স্থান সংস্কার করা হবে : ডা. দীপু মনি

চাঁদপুর-৩ আসনের সাংসদ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘আমি ভাঙন স্থানগুলো পরিদর্শন করলাম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। অতি শীঘ্রই ভাঙন স্থান সংস্কার করার ব্যবস্থা করা হবে।’
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড ও পুরাণবাজার হরিসভা এলাকার ভাঙন স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বক্তব্য দেয়ার সময় এখন নয়। যা করলে লাভ হবে আমি তা’ করবো। ভাঙ্গনের বিষয়ে আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলবো ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলবো।’

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক নিজাম উদ্দিন ভূঁইয়া, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামছুল হক মন্টু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আরশাদ মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আশিক বিন রহিম ও মাজহারুল ইসলাম অনিক : আপডেট, বাংলাদেশ সময় ১১:০৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Share