চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে অন্যান্য উপজেলার ন্যায় হাজীগঞ্জ উপজেলায়ও সকল অবৈধ টলী-ট্রাক সড়কে চলাচল বন্ধের লক্ষ্যে শীগ্রই অভিযানে নামছে হাজীগঞ্জ পুলিশ।
গত কয়েকদিনে ধরে সড়ক থেকে অবৈধ ট্রাক সরিয়ে নিতে ট্রাক-মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে।
এতে তেমন সাড়া না পাওয়ায় শীগ্রই উপজেলার সকল সড়কে ট্রাক্টর আটকের সিদ্ধান্তে যাচ্ছে পুলিশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. শাহআলম এল এল বি বিষয়টি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে কৃষি কাজে ব্যবহ্যত মেশিনের ওপর বডি লাগিয়ে বিভিন্ন সড়কে অবৈধভাবে ট্রাক চলাচল করছে। যা যাত্রী সাধারণ সড়কের ওপর দিয়ে চলাচলে প্রতিনিয়ত বেঘাত সৃষ্টি হচ্ছে।
গত কয়েক বছরে এসব ট্রাকের নিচে চাপা পড়ে উপজেলায় প্রায় ২০জনের প্রাণহানি হয়েছে।
দুর্ঘটনার মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় প্রশাসন সড়ক থেকে ট্রাক চলাচলের বহুবার নিষেধাজ্ঞা দেয়ার পরেও ট্রাক মালিক কর্তৃপক্ষ আমলে নেয়নি।
বর্তমানে এসব অবৈধ ট্রাক দিয়ে পারাপার হচ্ছে ইট,বালি,সিমেন্টসহ বিভিন্ন মালামাল। যেগুলো বহন করার কোন অনুমতি নেই অথচ এসব ট্রাক দিয়ে এ ধরনের ভারি মালামাল বহন করায় ক্ষতি হচ্ছে সড়ক ও চলাচলরত যানবাহনের।
বিশেষ করে দেখা যায় এসব অবৈধ ট্রাকে বালি ও ইট ভর্তি করে যখন সড়ক দিয়ে পারাপার করে তখন বালি-ইটের উপর কোন ঢাকা থাকে না। এতে করে সবচেয়ে বেশি ব্যঘাত ঘটে সড়কে চলাচলরত যাত্রী সাধারণের।
ট্রাক্টর ও চালকদের সড়কে চলাচলের জন্য নেই কোনো লাইসেন্স।
গত ৩ মাসে এসব অবৈধ ট্রাকের কবলে পড়ে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বড় ব্রিজের দক্ষিণ পাড়ে,বেলচোঁ বাজার,সেন্দ্রা বাজার, মানুরীতে ও হাজীগঞ্জ পশ্চিম বাজার মিঠানীয়া ব্রিজের উপর, ডিগ্রি কলেজ বালুর মাঠ এবং হাজীগঞ্জ –কচুয়া সড়কের কাঠালীতে ৭ জন মারা যায় এবং কয়েকজন পঙ্গুত্ব বরন করতে দেখা যায়।
দিনের পর দিন এসব অবৈধ ট্রাক ব্যপরয়া হয়ে উঠায় প্রশাসন জবাব দিহিতার মূখে পড়েছে। তাই নানাদিক বিভেছনার পর এবার কঠিন সিদ্ধান্তের মধ্যে আগামি কয়েক দিনে সকল প্রকার ট্রাক্টর সড়ক থেকে উচ্ছেদ হচ্ছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম চাঁদপুর টাইমসকে জানান, ‘এবার আর কোনো ছাড় নয়, এসব অবৈধ ট্রাকের বিষয়ে কোনো তদবির চলবে না। আমাদের এসপি স্যারের নির্দেশে আগামি কয়েক দিনের মধ্যে বিভিন্ন সড়কের চলাচলরত অবৈধ ট্রাক আটক করা হবে।’
] প্রতিবেদন- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট [/author]
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ পিএম, ৫ জুন ২০১৬, রোববার
ডিএইচ