যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছরের প্রায় তিন কোটি শিশুকে শিগগিরই টিকা দেয়ার পরিকল্পনা করছে। শিশু বিশেষজ্ঞের কার্যালয় এবং স্থানীয় ফার্মেসিতে এ ভ্যাকসিন পাওয়া যাবে। এমনকি শিশুদের স্কুলেও এটি পাওয়া যেতে পারে। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি। প্রতিবেদনে বলা হয়,সহসাই ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার টিকার অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র।
ফেডারেল রেগুলেটররা আগামি দু’সপ্তাহের মধ্যে এ বয়স সীমার দু’কোটি ৮০ লাখ শিশুকে কম ডোজের টিকা দেয়া এবং এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আলোচনা করবেন।
আনুষ্ঠানিক অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যে লাখ লাখ ডোজ ভ্যাকসিন সারা দেশে সরবরাহকারীদের কাছে পাঠানো শুরু হবে। ভ্যাকসিনের সঙ্গে শিশুদের ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ছোট সূঁইও সরবরাহ করা হবে।
হোয়াইট হাউসের কোভিড ১৯ বিষয়ক সমন্বয়কারী জেফ জিয়েন্টস বলেন,‘৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য সহজ,সুবিধাজনক উপায়ে টিকা পাওয়া নিশ্চিত করতে আমরা অপারেশনাল পরিকল্পনা সম্পন্ন করছি।এফডিএ এবং সিডিসি-র সিদ্ধান্তের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও ৫ থেকে ১১ বছরের শিশুদের ফাইজার ভ্যাকসিন দেয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে। সোমবার থেকে বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ইএমএ-র হিউম্যান মেডিসিনস কমিটি ৫ থেকে ১১ বছরের শিশুদের নিয়ে চলমান ক্লিনিক্যাল স্টাডির ফলাফলসহ ভ্যাকসিনের তথ্য পর্যালোচনা করবে।
ইএমএ এ বয়সসীমার শিশুদের জন্য এটি ব্যবহারের সুপারিশ করবে কিনা সে ব্যাপারেই সিদ্ধান্ত নিতেই এ পর্যালোচনার উদ্যোগ নেয়া হয়েছে।
বার্তা কক্ষ,২২ অক্টোবর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur