ভারতের হায়দরাবাদে চিত্তুরে এলাকায় এক দরিদ্র দম্পতি তাদের অসুস্থ সন্তানের জন্য স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেছেন। ৮ মাস বয়সী মেয়ে শিশুটি জন্মগতভাবেই দুরারোগ্য লিভার রোগে আক্রান্ত। চিকিৎসা করাতে গিয়ে শেষ সম্বল সবটুকু হারিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৩ জুন) তাই হায়দরাবাদের আদালতে এ ধরনের করুণ মিনতি জানায় তারা।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, আদালতে তাদের করুণ অবস্থা দেখে উকিল তাদের ৫ হাজার টাকা দান করেন।
শিশুটির বাবা রামানাপ্পা পেশায় ছিলেন একজন মুদি দোকানি এবং স্ত্রী সরস্বতী গৃহিণী। মেয়ে গেনার চিকিৎসা জন্য বাড়িতে যা ছিল তাই খরচ করেছেন তারা।
আত্মীয়দের কাছেও ধার করে চিকিৎসা করিয়েছেন তারা। একটা সময় আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়। চিকিৎসার অভাবে প্রতিদিনই কষ্ট বেড়ে চলেছে গেনার।
ডাক্তার জানিয়েছেন, চিকিৎসার জন্য তার প্রয়োজন ৫০ লাখ টাকা। খুব দ্রুতই তার লিভার প্রতিস্থাপন করতে হবে। যত দেরি হবে ততই বাড়বে মেয়েটির কষ্ট।
তাই উপায় না পেয়ে নিঃস্ব বাবা-মা অবশেষে হায়দরাবাদের টামবাল্লাপাল্লি আদালতে মেয়ের মৃত্যুর আবেদন করেন। তাদের আবেদন, হয় সরকার গেনার চিকিৎসার খরচ বহন করুক, নয় মেয়েকে স্বেচ্ছায়মৃত্যুর অনুমতি দেওয়া হোক।
রামানাপ্পা বলেন, ‘যদি প্রয়োজন পড়ে, তবে উচ্চ আদালতেও যাব।’
: আপডেট, বাংলাদেশ সময় ৫:৩০ পিএম, ২৫ জুন ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur