জাতীয়

শিশু পার্ক থেকে সরানো হচ্ছে জিয়ার নাম

রাজধানীর শাহবাগের শিশুপার্কের নাম পরিবর্তন করেছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম সরিয়ে দেয়া হয়েছে। শহীদ জিয়া শিশু পার্ক থেকে নতুন নাম হয়েছে শুধু শিশু পার্ক। এক সপ্তাহের মধ্যে শিশুপার্কের আগের নামফলক সরিয়ে নতুন নামফলক বসানো হবে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান নাম শহীদ জিয়া শিশুপার্ক সরিয়ে নতুন নামকরণ হবে শুধু শিশুপার্ক। ইতোমধ্যে শিশু পার্কের নাম আমরা পরিবর্তন করেছি। অনেকে হয়তো এটা জানেন না। ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা নতুনভাবে (শিশু পার্ক) যখন করব সেটির (নতুন নামের) প্রতিফলন হবে।

শহীদ জিয়া শিশু পার্ক নাম ফলকটি তো সরেনি? -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমি খুব আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি (এ তথ্য জানানোর জন্য), পুরনো নাম ফলকটা এখনও রয়ে গেছে। আমরা এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ সরিয়ে দেব। এটা আমাদের দৃষ্টিতে ছিল না।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ১০ পি.এম ২১মার্চ,২০১৮বুধবার
কে এইচ

Share