চাঁদপুর

শিশু পরিবারের সাথে চাঁদপুর জেলা পরিষদের ইফতার

চাঁদপুর সরকারি শিশু পরিবারের সদস্যদের সাথে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে চাঁদপুর জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১ জুন) জেলা শিশু সদনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান একটি ব্যতিক্রমধর্মী ইফতারের আয়োজন করেছেন। সেই জন্য আমি ব্যক্তিগত ভাবে তাকে ধন্যবাদ জানাই। এতিম অসহায় শিশুদের পাশে আমাদের প্রত্যেকের দাঁড়ানো উচিত।

জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, সির্ভিল সার্জন ডা. মতিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্দ আব্দুল হাই, চাঁদপুর কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লে. এনায়েত উল্লাহ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. বিনয় ভূষন মজুমদার, সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, বিএম হান্নœান, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, সাধারণ সম্পাদক চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভেন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর আইনজীবি সমিতির সভাপতি এড. বিনয় ভূসন মজুমদার, সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি এড. সেলিম আকবর, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. জসিম উদ্দিন পাটওয়ারী, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১০: ১০ পিএম, ১ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share